আফগানিস্তান জাতীয় দলের কোচিংও করিয়েছেন ল্যান্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার প্রিমিয়ার লিগের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি, দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগের (South Africa’s T 20 League) দল কিনেছে। আইপিএলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ফ্র্যাঞ্চাইজির কর্ণধার কিনেছেন ডারবান। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এর আগেও কয়েক বার টি ২০ লিগ করার চেষ্টা করেছিল। প্রতিবারই পরিকল্পনা ব্যর্থ হয়। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে উদ্বোধনী সংস্করণ হবে। ডারবান ফ্র্যাঞ্চাইজির হেড কোচ নিয়োগ করা হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেস বোলিং অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে (Lance Klusener)। এদিন লখনউ ফ্র্যাঞ্চাইজির তরফে প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার দীর্ঘদিন ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত। দক্ষিণ আফ্রিকা যুব দল, বোর্ডের হাই পারফরম্যান্স টিম, ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আফগানিস্তান জাতীয় দলের কোচিংও করিয়েছেন ল্যান্স। দক্ষিণ আফ্রিকা জার্সিতে ৪৯ টি টেস্ট এবং ১৭১ টি ওয়ান ডে খেলেছেন। ১৯৯৬-২০০৪ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ওয়েন ডে বিশ্বকাপও খেলেছেন ল্যান্স। পারফরম্যান্স নজর কাড়ার মতোই। মিডিয়াম পেস, মূলত সুইং বোলিংয়ে বাজিমাত করেছেন। ব্যাটের হাতও খুবই ভালো। ৪৯ টেস্টে প্রায় ২ হাজার রান, ওয়ান ডে ক্রিকেটে সাড়ে তিন হাজারের উপর রান রয়েছে। টেস্টে এবং ওয়েন ডে মিলিয়ে ৬টি শতরানও রয়েছে। টেস্ট এবং ওয়ান ডে মিলিয়ে মোট ২৭২ উইকেট।
নতুন দায়িত্ব নিয়ে ল্যান্স ক্লুজনার বলছেন, ‘আরপিএসজি (লখনউ ফ্র্যাঞ্চাইজির কর্ণধার) পরিবারের সদস্য হতে পেরে সম্মানিত। আমার কাছে এটি নতুন চ্যালেঞ্জ। গর্ব অনুভব করছি। দলের সঙ্গে মিলিত হওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’ গত সপ্তাহেই সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ এবং আরও পাঁচটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগের ছ’টি দল কিনেছে। লখনউ ফ্র্যাঞ্চাইজির আগে আইপিএলে পুনে সুপার জায়ান্টসেরও মালিকানা নিয়েছিল আরপিএসজি গ্রুপ।
Post A Comment:
0 comments so far,add yours