অফিস ফেরত ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনে আগুন। আজ শুক্রবার রাত ৮:১৫ মিনিট নাগাদ শিয়ালদহ উত্তর শাখার ৪ নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের তারে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়।
কয়েক মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে দেন অনেকেই। যদিও কিছুক্ষণের মধ্যেই স্টেশনের অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন।
এ দিন আগুন লাগার পরে দমকলের দু'টি ইঞ্জিন স্টেশনে আসে। কিছুক্ষণের আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ব্যস্ত অফিস টাইমে ঘটনাটি ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও, জায়গাটিকে ঘিরে ফেলা হয় একেবারে কম সময়ের মধ্যে।
তবে এ দিনের ঘটনায় ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি বলেই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। রেলের দাবি, ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours