গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের
সামান্য একটু বাড়ল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। রয়ে গেল প্রায় একই জায়গায়। উদ্বেগ বাড়িয়ে গতকালের তুলনায় সামান্য বেড়েছে পজিটিভিটি রেট। বৃহস্পতিবারের কোভিড বুলেটিন অনুযায়ী ফের রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই হাজার জন। ২১ জুলাই প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ২ হাজার ৪৮৬ জন। 

রাজ্যের কোভিড-গ্রাফ:

বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ২,৪৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে বেশি।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ৩ হাজার ১২৪ জন।
রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩১১টি কোভিড নমুনার।
২০ জুলাইয়ের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ।
এখন হোম আইসোলেশনে রয়েছেন ২৭ হাজার ১৪৬ জন কোভিড আক্রান্ত।
হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৯ জন কোভিড আক্রান্ত।
কোভিড সংক্রমণের এই ছবি দেখে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যাতে কোনওভাবেই পরিস্থিতি লাগামের বাইরে না যায়, তার জন্য কোভিড বিধি যতটা সম্ভব মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। পাশাপাশি, টিকা নিয়ে নেওয়ার ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে। এখন বুস্টার ডোজের সংখ্যা বৃদ্ধি উপর জোর দেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব যত বেশি সংখ্যক বাসিন্দা কোভিডের বুস্টার ডোজের অধীনে আসবেন, কোভিড সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা ততটাই বাধাপ্রাপ্ত হবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours