শোচনীয় অবস্থা চাষীদের। একেই অনাবৃষ্টি, তার উপর সারের উপর ৫ শতাংশ জি এস টি বৃদ্ধি। এই কঠিন পরিস্থিতিতে চরম দুর্ভোগে মুর্শিদাবাদ জেলার চাষীরা। বৃষ্টির অভাবে জমিতে পড়েই পুড়ছে সমস্ত ফসল। দুর্ভিক্ষের আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ চাষীদের।

কৃষি নির্ভর মুর্শিদাবাদ জেলায় অনাবৃষ্টি। এই বছর ৭০ শতাংশ বৃষ্টি কম হওয়ায় চরম দুর্ভোগে মুর্শিদাবাদ জেলার চাষীরা। বৃষ্টির অভাবে জমিতে পড়েই পুড়ছে ধান, পাট সবজি-সহ সমস্ত ফসল। একেই ধারদেনা করে চাষাবাদ করে থাকেন চাষীরা। তার উপর পাম্পের মাধ্যমে জমিতে জল দেওয়া অত্যন্ত ব্যয়সাপেক্ষ ব্যাপার। তারপর গোদের উপর বিষফোঁড়া অবস্থা চাষীদের। একেই অনাবৃষ্টি, তার উপর সারের উপর ৫ শতাংশ জি এস টি বৃদ্ধি। কার্যত লাভের মুখ না দেখায় হতাশায় চাষীরা। আর কিছুদিনের মধ্যে যদি পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় তবে দুর্ভিক্ষ হতে পারে।

চাষী ধীরেন মন্ডল বলেন, ''বৃষ্টি না হলে আমরা ফসল বাঁচাতে পারব না। আমরাও বাঁচতে পারব না। তার উপর জি এস টি বাড়ছে। এই ভাবে চলতে থাকলে আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। বৃষ্টি না হলে সব ফসল শেষ হয়ে যাবে।''


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours