একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
শনিবার রাজ্য়ে নতুন করে আক্রান্তের সংখ্যাঁ দাড়াল ১ হাজার ১১৩। মারা গিয়েছেন ৭ জন। অন্যদিকে এদিন করোনার কবল থেকে মুক্ত হয়েছে ২ হাজার ৪১০ জন।
TV9 Bangla
x
CHOOSE YOUR LANGUAGE
বাংলা
हिन्दी
ಕನ್ನಡ
తెలుగు
मराठी
ગુજરાતી
मनी9
ENG
Know This
5
লেটেস্ট নিউজCWG 2022শেয়ার মার্কেটক্রিকেটকলকাতাপশ্চিমবঙ্গদেশবিনোদনখেলাবিশ্বপ্রযুক্তিফটো গ্যালারিলাইফস্টাইলস্বাস্থ্য সংবাদব্যবসাআধ্যাত্মিক
#পার্থ ও অর্থ#শ্রী-হীন লঙ্কা#কমনওয়েলথ গেমস#করোনা কড়চা#Covid Tracker#Book Your Vaccine#FuelTracker
Bangla News » Kolkata » The number of coronavirus cases in West Bengal crossed 1,000 on Saturday
COVID 19: হাজারের উপরেই রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে উদ্বেগ
COVID 19: শনিবার রাজ্য়ে নতুন করে আক্রান্তের সংখ্যাঁ দাড়াল ১ হাজার ১১৩। মারা গিয়েছেন ৭ জন। অন্যদিকে এদিন করোনার কবল থেকে মুক্ত হয়েছে ২ হাজার ৪১০ জন।
COVID 19: হাজারের উপরেই রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে উদ্বেগ
TV9 Bangla Digital
TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস
Jul 30, 2022 | 9:10 PM
কলকাতা: চতুর্থ ঢেউ (Covid Fourth Wave) হানা দিলেও সংক্রমণের ভয়াবহতা এখনও ঘরবন্দি করেনি বঙ্গবাসীকে। তবে শুক্রবারের পর শনিবারও রাজ্যে করোনা আক্রান্তের (Corona infected) সংখ্যা ১ হাজারের উপরেই রইল। শনিবার রাজ্য়ে নতুন করে আক্রান্তের সংখ্যাঁ দাড়াল ১ হাজার ১১৩। মারা গিয়েছেন ৭ জন। অন্যদিকে এদিন করোনার কবল থেকে মুক্ত হয়েছে ২ হাজার ৪১০ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ।
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে…
কলকাতা – শনিবার আক্রান্ত হয়েছেন ২৩২ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৫ জন।
উত্তর ২৪ পরগনা – শনিবার আক্রান্ত হয়েছেন ১৮২ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৭ জন।
দক্ষিণ ২৪ পরগনা – শনিবার আক্রান্ত হয়েছেন ৫৮ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন।
হাওড়া – শনিবার আক্রান্ত হয়েছেন ৪০ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ জন।
নদিয়া – শনিবার আক্রান্ত হয়েছেন ১৩ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন।
পশ্চিম বর্ধমান – শনিবার আক্রান্ত হয়েছেন ৭৪ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন।
পশ্চিম মেদিনীপুর- শনিবার আক্রান্ত হয়েছেন ২৭ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন।
দার্জিলিং- শনিবার আক্রান্ত হয়েছেন ৩৫ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ জন।
বীরভূম- শনিবার আক্রান্ত হয়েছেন ৮০ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন।
পূর্ব বর্ধমান- শনিবার আক্রান্ত হয়েছেন ৫৯ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন।
পূর্ব মেদিনীপুর – শনিবার আক্রান্ত হয়েছেন ১১ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন।
জলপাইগুড়ি – শনিবার আক্রান্ত হয়েছেন ৩৭ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ জন।
মুর্শিদাবাদ- শনিবার আক্রান্ত হয়েছেন ৯ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন।
মালদহ – শনিবার আক্রান্ত হয়েছেন ৩৯ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন।
উত্তর দিনাজপুর – শনিবার আক্রান্ত হয়েছেন ১৮ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন।
আলিপুরদুয়ার – শনিবার আক্রান্ত হয়েছেন ২৬ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন।
বাঁকুড়া – শনিবার আক্রান্ত হয়েছেন ১৫ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন। বৃহস্পতিবার
দক্ষিণ দিনাজপুর – শনিবার আক্রান্ত হয়েছেন ৪১ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন।
পুরুলিয়া – শনিবার আক্রান্ত হয়েছেন ৩৭ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন।
ঝাড়গ্রাম – শনিবার আক্রান্ত হয়েছেন ৪ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন।
কোচবিহার – শনিবার আক্রান্ত হয়েছেন ১৮ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন।
কালিম্পং – শনিবার আক্রান্ত হয়েছেন ১১ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন।
হুগলি – শনিবার আক্রান্ত হয়েছেন ৪৭ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন।
Post A Comment:
0 comments so far,add yours