রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, তারপরেই কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৭৩২ জন। পাশাপাশি কলকাতায় একদিনে ৫৭৪ জন করোনা আক্রান্ত হয়ছেন।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার, বাড়ল মৃতের সংখ্যাও
রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, তারপরেই কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৭৩২ জন। পাশাপাশি কলকাতায় একদিনে ৫৭৪ জন করোনা আক্রান্ত হয়েছে।
রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা! বেশ কিছুদিন সংক্রমণের গ্রাফ ২ হাজারের কোটায় ঘোরাফেরা করলেও উদ্বেগ বাড়িয়ে একদিনে ৩ হাজার পার করল আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরে প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে ৩ হাজার ২৯জন করোনায় সংক্রমিত হয়েছেন। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। গতকাল ৪ জনের মৃত্যু হয়েছিল। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, তারপরেই কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৭৩২ জন। পাশাপাশি কলকাতায় একদিনে ৫৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১,৬৬৪ জন।
দেশেও উদ্বেগজনক করোনা পরিস্থিতি। এক ধাক্কায় দেশে করোনায় দৈনিক সংক্রমণ অনেকটা বাড়ল।২০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। একদিনে সংক্রমণ বাড়ল ১৯ শতাংশের বেশি। পাশাপাশি, দেশে ফের লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৯০৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৫৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৯৮৯। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৭৬।
Post A Comment:
0 comments so far,add yours