মা মাটি মানুষ হোক বা বদলা নয় বদল চাই, অতীতে বারংবার ব্রক্ষাস্ত্র হয়ে উঠেছে তৃণমূলের স্লোগান। এবারও তাই পদ্মের সঙ্গে ঘাসফুলের যুদ্ধে স্লোগানে ভরসা রাখছে তৃণমূল। এবার তাদের স্লোগান, বাংলা নিজের মেয়েকেই চায়। স্লোগান লঞ্চ হয়ে গেল আজ, শনিবার, তৃণমূল ভবনে। রীতিমতো কর্পোরেট ধাঁচায় অনুষ্ঠান করে লঞ্চ করা হল এই স্লোগান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, কাকলী ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়রা।
বাংলা নিজের মেয়েকেই চায়, স্লোগানের মাহাত্ম্যটা ঠিক কী? বুঝেশুনেই শব্দ বাছাই করেছেন কৌশলীরা। বহিরাগত তত্ত্বটিতে জোর দিয়ে বোঝানো হচ্ছে অন্যকে ডেকে আনা মানে সংস্কৃতির মূলে আঘাত, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তথা ঘরের মেয়ের কোনও বিকল্প নেই , এই বার্তাও দেওয়া যাচ্ছে। তাকে কেন দরকার ? তৃণমূলের সাফ জবাব- উন্নয়নই মূল কারণ। পার্থ চট্টোপাধ্যায় আজ বলেন, "এই বাংলার সাথে মাটির টান আছে। আছে আত্মিক যোগাযোগ। তার হাত ধরেই নেত্রী বিগত এক দশকে বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে উন্নয়নের জোয়ার এনেছেন। স্বাস্থ্যসাথী পাচ্ছেন সকলে। খাদ্য সাথী প্রকল্পে সাহায্য পেয়েছে মানুষ। বাংলার সামগ্রিক পট পরিবর্তনে বাংলার গরিমা রক্ষা করেছেন তিনি অভিভাবক হিসাবে। সকলের খবর রেখেছেন। বাংলার মাটির কথা তিনি বোঝেন। তাই বাংলার মেয়েকে আবারও চাই। আশা করব রাজ্যের মানুষ সব পরিবার উপকৃত হয়েছেন। তাই বাংলা নিজের মেয়েকে চায়।
Post A Comment:
0 comments so far,add yours