গত নভেম্বরে কোমরে অস্ত্রোপচার হয় সুমিতের। এ বছর এপ্রিলে ফের কোর্টে নামেন। চলতি মরসুমে আটটি প্রতিযোগিতায় খেলেছেন সুমিত। জিতেছেন চারটি ম্যাচ।
ডেভিস কাপ (Davis Cup) টেনিসে ভারতীয় দলে ফিরলেন সুমিত নাগাল । ওয়ার্ল্ড গ্রুপে নরওয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে ভারতের। সিঙ্গলসে সুমিত নাগাল (Sumit Nagal) ফিরলেও বাদ পড়লেন ডাবলসের খেলোয়াড় দিভিজ শরণ (Divij Sharan)। প্রত্যাশিতভাবেই দলে রয়েছেন সিঙ্গলসে দেশের এক নম্বর খেলোয়াড় রামকুমার রামানাথন (ব়্যাঙ্ক ১৯৬), প্রজ্ঞেশ গুনেশ্বরন (২৯৫), শশীকুমার মুকুন্দ (৪৩১), ইউকি ভামরি (৫৭১)। এবং অবশ্যই দলে রয়েছেন রোহন বোপান্না। নন্দন বলের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি চারজন বিশেষজ্ঞ সিঙ্গলস প্লেয়ার বেছে নিয়েছে। অর্জুন কাঢ়ে (৫১৯) এবং সিদ্ধার্থ রাওয়াতরা (৫৬৬) ব়্যাঙ্কিংয়ে ইউকি ভামরির চেয়ে এগিয়ে রয়েছেন। অভিজ্ঞতা এবং দক্ষতার নিরিখেই ইউকিকে দলে রাখা হয়েছে।
সেপ্টেম্বরের ১৬ ও ১৭ তারিখ নরওয়েতে খেলা। মোট ছ-জনের দল। একজন রিজার্ভ খেলোয়াড় রাখা হবে। নরওয়ের পরিবেশ-পরিস্থিতির কথা ভেবেই এমন সিদ্ধান্ত। সম্ভবত শশিকুমারকেই রিজার্ভ খেলোয়াড় রাখা হবে। ডেভিস কাপে খেলার অভিজ্ঞতা নেই তাঁর। ভারতীয় দলের স্বস্তি সুমিত নাগালের ফেরা। গত নভেম্বরে কোমরে অস্ত্রোপচার হয় সুমিতের। এ বছর এপ্রিলে ফের কোর্টে নামেন। চলতি মরসুমে আটটি প্রতিযোগিতায় খেলেছেন সুমিত। জিতেছেন চারটি ম্যাচ। ২৪ বছরের সুমিত নাগাল ডেভিস কাপে খেলেছেন ২০২১ এ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।
দল বাছাই প্রসঙ্গে নির্বাচক প্রধান নন্দন বল বলেন, ‘নরওয়েতে কোর্ট মন্থর হবে বলে প্রত্যাশা করছি। সেখানে সুমিত কার্যকর হতে পারেন। সে কারণেই তাঁকে দলে নেওয়া। সুমিতের খেলার ধরন মন্থর পিচের উপযোগী। কোর্ট যদি বেশি গতি সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমাদের কাছে ইউকি এবং রামকুমার থাকছে। সে কারণেই চার জন সিঙ্গলস খেলোয়াড় বেছে নিয়েছি। রামকুমার এবং ইউকি ডাবলসেও খেলছেন এবং ভাল পারফর্মও করছে। সে কারণেই দিভিজ শরণকে জায়গা দেওয়া গেল না। দিভিজ শুধুমাত্র ডাবলসের জন্য উপযোগী। এরা সিঙ্গলস, ডাবলস সব ক্ষেত্রেই উপযোগী।’ ডেভিস কাপে এবারই প্রথম নরওয়ের বিরুদ্ধে খেলবে ভারত।
Post A Comment:
0 comments so far,add yours