জয়নগরের মিত্রগঞ্জ বাজারে পুরসভার দেওয়া জায়গাতেই অবশেষে বসতে চলেছে মোয়া তাজা রাখার যন্ত্র । টাউন হলে জয়নগরের মোয়ার জিআই প্রাপ্তি উদযাপনের অনুষ্ঠানে বিশেষ ওই যন্ত্র বসানোর কথা জানান স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডল । আগামী কয়েক দিনের মধ্যেই য্ন্ত্র বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছিলেন তিনি ।

এক বার তৈরি হওয়ার পর খুব বেশিদিন তাজা থাকে না জয়নগরের মোয়া । ফলে প্রচুর চাহিদা থাকলেও দেশের অন্যত্র বা বিদেশে রফতানির ক্ষেত্রে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা । এই সমস্যার সমাধানেই ওই বিশেষ যন্ত্র বসানোর পরিকল্পনা হয় । যন্ত্রটিকে কেন্দ্র করে একটি মোয়া হাব তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছিল। খাদি দফতরের তরফে বছর দু’য়েক আগে এর জন্য প্রায় ৩ কোটি টাকা মঞ্জুর হয় । কিন্তু একাধিক জায়গায় যন্ত্রটি বসানোর চেষ্টা হলেও নানা টালবাহনায় তা ভেস্তে যায় । শেষ পর্যন্ত মিত্রগঞ্জ বাজারে পুরসসভার জায়গাতেই যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে



মঙ্গলবার মিত্রগঞ্জ বাজারে ওই ভবনটি পরিদর্শন করেন পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার-সহ অন্য কাউন্সিলররা । ওই এলাকায় কয়েকটি অস্থায়ী দোকান রয়েছে । সেগুলিকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পুরপ্রধান জানান,  ‘‘ মোয়া হাব তৈরির প্রস্তুতি দ্রুত চলছে। ইতিমধ্যে মাটি পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ।’’

সাংসদ বলেন, ‘‘জয়নগরে এই মোয়া হাব তৈরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন এখানকার ব্যবসায়ীরা । আমিও নানাভাবে চেষ্টা করেছি । মুখ্যমন্ত্রী-সহ নানা দফতর এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়েছে । সকলের সহযোগিতায় শেষপর্যন্ত হাবটি তৈরি হচ্ছে।” জয়নগরের মোয়ার জিআই নিয়ে স্থানীয় স্তরে বিভ্রান্তি চলছিল বেশ কিছুদিন ধরেই । সে বিভ্রান্তিও কেটেছে এ দিন । জয়নগরের মোয়ার জিআই মিলেছে বেশ কয়েক বছর হল । কিন্তু কী ভাবে জিআই শংসাপত্র মিলবে তা জানতেন না অনেক মোয়া ব্যবসায়ীই । অভিযোগ, এই সুযোগে শংসাপত্র করে দেওয়ার নাম করে মোয়া ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তুলছিল কোনও কোনও সংগঠন ।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours