করোনাকালে ( Coronavirus ) ২ বছর বন্ধ থাকার পরে এবার ২১ জুলাই ( 21 July ) তৃণমূলের । তাই এবার কোমর বেঁধে তৈরি হচ্ছে ঘাস-ফুল শিবির । রাজ্য জুড়ে উৎসবের মেজাজে সবুজ-সমর্থকরা। বহুদিন আগে থেকেই শুরু হয়েছে তৃণমূলের সমাবেশের প্রচার। এবার লাস্ট মিনিট প্রেপারেশন। কলকাতার প্রাণকেন্দ্রে মঞ্চের কাঠামো, বাঁশের বেড়া দেওয়া শুরু হয়েছে। সেই সঙ্গে পথে নেমেছে অতি সুসজ্জিত কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম।
রাস্তায় নামল সুসজ্জিত ট্রাম
তৃণমূলের সমাবেশের প্রচারের জন্য রাস্তায় নামল সুসজ্জিত ট্রাম। প্রায় দু’-আড়াই বছর অকেজো অবস্থায় পড়েছিল টালিগঞ্জ-বালিগঞ্জ রুটের ২২৩ নম্বর ট্রাম। করোনার জন্য গত ২ বছর ট্রাম সাজিয়ে ২১ জুলাইয়ের প্রচার হয়নি। এবার টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে এই ট্রাম সাজিয়ে তোলা হয়েছে।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের প্রতীকে সেজে উঠেছে ট্রাম
মহানগরের ভালবাসার ট্রাম সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের প্রতীকে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী-সহ বিভিন্ন প্রকল্পের কাটআউট আর ছবিতে। তৃণমূলের তরফে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মূলত ২১ জুলাইয়ের প্রচারের জন্য ব্যবহার করা হলেও, এই ট্রামে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন। এই ট্রাম নিয়ে ইতিমধ্যেই উৎসাহ ছড়িয়েছে সমর্থকদের মনে। কেউ কেউ আবার সুসজ্জিত ট্রামের সঙ্গে সেলফিও তুলছেন ডিপোয় গিয়ে।
এবার ২১ জুলাই তৃণমূলের সমাবেশ (Martyr's Day) উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ। এবার ধর্মতলায় ২১ জুলাইয়ের ( 21 July ) মঞ্চে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশে জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। দলের সবচেয়ে বড় অনুষ্ঠানে যোগ দিতে, সারা রাজ্য থেকে কলকাতায় আসেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্ক ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়।
Post A Comment:
0 comments so far,add yours