একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
ঝড়বৃষ্টির সময় গোয়ালে গরু ঢোকাতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল বাবা ও নাবালক ছেলের । বুধরাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভুতনি থানার আলাদিয়া গ্রামে । মৃতদের নাম দুলাল ঘোষ ও তাঁর ছেলে অনুপ ঘোষ। বৃহস্পতিবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।জানা গেছে,মালদার উত্তর চন্ডিপুর ব্লকের আলাদিয়া গ্রামের বাসিন্দা দুলাল ঘোষ কৃষিকাজের পাশাপাশি বাড়িতে গবাদি পশু প্রতিপালনও করেন । বাড়ির অদূরেই রয়েছে গোয়াল । মৃতের আত্মীয় আনন্দ ঘোষ বলেন, 'গরমের কারনে সাধারণত গোয়ালের সামনেই গবাদি পশুগুলি বেঁধে রাখতেন দুলালবাবু । বুধবার রাতেও বাঁধা ছিল ।
কিন্তু রাত্রি প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ ঝড়বৃষ্টি শুরু হলে ছেলে অনুপকে সঙ্গে নিয়ে গবাদি পশুগুলি গোয়ালে ঢোকাতে গিয়েছিলেন । কিন্তু অনেক রাত পর্যন্ত বাবা ও ছেলে বাড়ি না ঢোকায় খোঁজ শুরু । তারপর ভোর প্রায় দুটোর দিকে গোয়ালের পাশে তাদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।' তিনি জানিয়েছেন, বজ্রপাতেই বাবা ও ছেলের মৃত্যু হয়েছে বলে অনুমান সকলের । এদিকে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে শোকবিহ্বল পরিবার পরিজন । শোকের ছায়া গ্রাম জুড়ে ।।
Post A Comment:
0 comments so far,add yours