নবীর বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে গোটা দেশজুড়ে উত্তাল হয়ে রয়েছে নূপুর শর্মাকে ঘিরে। ইসলাম ধর্মাবলম্বীরা বিজেপি নেত্রী গ্রেফতারের দাবি জানিয়েছেন। তার জেরেই দিকে দিকে হিংসাত্মক ঘটনা দেখা দিচ্ছে। পুলিশ প্রশাসনের ওপর চড়াও হচ্ছে মুসলিমরা।বিজেপি শাসিত রাজ্য থেকে শুরু করে অবিজেপি রাজ্যেও দেখা যাচ্ছে অগ্নিগর্ভ পরিস্থিতি। অর্থাত্ বলা যায়, এখানেও শান্ত হয়নি দেশের রাজনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে নূপুর শর্মার (Nupur Sharma) পাশে দাঁড়ালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিনি বলেন, আমার অনেক মুসলমান বন্ধুরা ধর্মবিরোধী কাজ করেন। কিন্তু তাতে ইসলাম ধর্মের কোনও ক্ষতি হয় না। কিন্তু নূপুরের মন্তব্যেই দেশজুড়ে সমস্যা তৈরি হয়ে গেল।এদিন কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গল্প বলার ছন্দে লেখেন, 'আমার অনেক মুসলিম বন্ধুরা মদ্যপান ও ধূমপান করে, বিবাহপূর্ব যৌন মিলন করে, বোরখা পরে না, শূকরের মাংস খায়। এছাড়াও নিজেদের কাজের কারণে কখনও কখনও তাঁদের হালালের নির্দেশিকা লঙ্ঘনও করতে হয়। কিন্তু তাতে কারোর কোনও সমস্যা আমি দেখতে পাই না। যদিও এটা একটা ভালো দিক একটি সুন্দর ভারতের নিদর্শন। কিন্তু এখানে নুপুর ইসলাম ধর্ম গুরুকে নিয়ে একটা মন্তব্য করায় তা নিয়ে গোটা দেশজুড়ে তাঁকে অপরাধী প্রমাণ করার বিষয়টি মানা যায় না।'
প্রসঙ্গত, দেশের যে কোনও বিতর্কিত এবং চর্চিত বিষয়ে অভিনেত্রী কঙ্গনাকে দেখা যায় মন্তব্য করতে। নূপুর শর্মার ক্ষেত্রেও তার অন্যথা হল না। তাছাড়া কঙ্গনা বিজেপিতে যোগদানের পর আরও বেশি সংবাদ মাধ্যমের চর্চায় উঠে আসতে শুরু করেছেন।
Post A Comment:
0 comments so far,add yours