একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
সোমবার সাপ্তাহিক কর্মদিবসের প্রথমদিনই ভারত বনধের ডাক দিয়েছে বেশ কয়েকটি সংগঠন। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এই বনধের ডাক দেওয়া হয়েছে। এই বনধ ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য সমস্ত থানা, জেলা প্রশাসনকে প্রস্তত থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ডিভিশনাল কমিশনার, প্রতিটি থানার আইসি, প্রতিটি জেলার পুলিশসুপারকে। আজ সকাল থেকে চিত্র অন্যন্য দিনের মতো সব স্বাভাবিক জেলা জুরে । কাকদ্বীপ একশ সতেরো নম্বর জাতীয় সড়ক যান চলাচল স্বাভাবিক। পাশাপাশি ফেরিচলাচল স্বাভাবিক রয়েছে অন্যান্য দিনের মতো । ডায়মন্ড হারবার একশ সতেরো দিনের একই চিত্র । দোকানপাট খোলা রয়েছে । ট্রেন ও ফেরী চলাচল স্বাভাবিক।
Post A Comment:
0 comments so far,add yours