আবারও শ্লীলতাহানির শিকার কাকদ্বীপের এক নাবালিকা,এবার শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক যোগব্যায়ামের শিক্ষকের ওপর। 

 


                                ছবি -০১



    এক নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ। অভিযুক্তর নাম হারুপদ দাস  বয়স(৩৮), কাকদ্বীপ দক্ষিণ গোবিন্দপুর এলাকা থেকে গ্রেফতার করে হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(সি)ও ৮ পোকসো ধারায় মামলা রুজু করেছে হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ। আজ ওই অভিযুক্তকে কাকদ্বীপ আদালতে তোলা হলে। কাকদ্বীপ আদালত এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।  


প্রশ্ন থেকেই যায় নারী সুরক্ষা আজ কোথায় ? 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours