আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
আবারও শ্লীলতাহানির শিকার কাকদ্বীপের এক নাবালিকা,এবার শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক যোগব্যায়ামের শিক্ষকের ওপর।
এক নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ। অভিযুক্তর নাম হারুপদ দাস বয়স(৩৮), কাকদ্বীপ দক্ষিণ গোবিন্দপুর এলাকা থেকে গ্রেফতার করে হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪(সি)ও ৮ পোকসো ধারায় মামলা রুজু করেছে হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ। আজ ওই অভিযুক্তকে কাকদ্বীপ আদালতে তোলা হলে। কাকদ্বীপ আদালত এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
প্রশ্ন থেকেই যায় নারী সুরক্ষা আজ কোথায় ?
Post A Comment:
0 comments so far,add yours