একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
পানাগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল জাতীয় সড়ক নির্মাণকারী বেসরকারি সংস্থার এক কর্মী । আহত হয়েছেন আরও দু'জন । বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড় বাইপাস সংলগ্ন বুদবুদের কোটা মোড়ের কাছে ।পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভজিত্ দত্ত । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সুত্রে খবর,এদিন সকালে বুদবুদের কোটা মোড়ের কাছে দাঁড়িয়েছিল একটি ডাম্পার । ওই ডাম্পারটির সামনে দাঁড়িয়ে জাতীয় সড়ক নির্মানের কাজে তদারকি করছিলেন শুভজিত্ দত্ত । ঠিক সেই সময় 'পুলিশ' লেখা একটি বোলেরো গাড়ি বেপরোয়া গতিতে এসে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা দেয় । গাড়ির ধাক্কায় তখন ডাম্পারটি কিছুটা এগিয়ে গেলে চাকায় পিষ্ট হয়ে যান শুভজিত্বাবু । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । আহত হয় বোলেরো গাড়ির দুই যাত্রী । পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । পুলিশ ডাম্পার ও বোলেরো গাড়িটিকে আটক করেছে ।।
Post A Comment:
0 comments so far,add yours