১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি!
উল্টোডাঙা ফুটওভার ব্রিজে ওইটা কী? তুমুল হইহই
হিন্দু হয়েও কোন ‘বুদ্ধির জোরে’ জঙ্গির AK 47-এর নলের মুখ থেকে ফিরলেন দেবাশিস?
মধ্যরাতে ডাক পড়ল পাক কূটনীতিকের, ৭ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
বৈসরনে সেই রিসর্টের বাইরে রিলস বানাচ্ছিলেন পর্যটক, আচমকাই গুলির শব্দ-আর্তচিৎকার, পরের মুহূর্তেই…ভয়াবহ ছবি পর্যটকের পোস্ট করা ভিডিয়োয়
আবারও ট্রলার দুর্ঘটনা। গতকাল নামখানা ব্লকের ১০ মাইল গ্রামের একটি ট্রলার জম্বুদ্বীপের থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে তলিয়ে যায়। সূত্রের খবর গতকাল ফিশিং করতে বেরিয়েছিল ওই ট্রলার। আবহাওয়া খারাপ এর কারণে সমুদ্র উত্তাল প্রচণ্ড ঢেউ এর ধাক্কায় ট্রলার এর তলা ফেটে যায়। ট্রলারে জল ঢুকতে শুরু করে, এবং ট্রলারটি ডুবতে থাকে। পাশাপশি থাকা ট্রলার গুলি এসে ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। কিন্তু প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আজ সকালে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ থেকে ৫টি ট্রলার পাঠানো হয়েছে তলিয়ে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের জন্য।
Post A Comment:
0 comments so far,add yours