একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
স্থানীয় সূত্রে খবর, প্রতিবছরই শ্মশানঘাট এলাকার ডোম পরিবারগুলো গঙ্গাপুজোর আয়োজন করে থাকে।গতকাল গভীর রাত্রে খাগড়া শ্মশানঘাট এলাকায় গঙ্গাপুজোর অনুষ্ঠান শেষে কয়েক যুবক এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় কোনও একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়।বচসা চলাকালীন বিশ্বজিত্ দাস নামে এক যুবক হঠাত্ই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হন চন্দন ডোম। একটি বুলেট চন্দনের পা ফুঁড়ে বেরিয়ে যায়। এর পাশাপাশি বন্দুকের বাঁট দিয়ে মেরে চন্দনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আহত যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিশ্বজিত্ দাসকে গ্রেপ্তার করে।প্রকাশ্যে এই ভাবে গুলি চালানোর ঘটনাতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা এবং শ্মশান যাত্রীদের মধ্যে।
Post A Comment:
0 comments so far,add yours