নাম জেনে ৩০ জনকে খুন করেছে এরা, জানুন কাশ্মীর হামলার পিছনে এই টিআরএফের ঠিকুজি-কুষ্ঠি
কাশ্মীরে জঙ্গি হামলার পরই কেন নেটিজেনদের নিশানায় অমিতাভ?
ভয়ঙ্কর’, জঙ্গি হামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতে সফররত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
হৃদয়বিদারক! ন্যক্কারজনক’, কাশ্মীরে জঙ্গি হামলায় ফুঁসছে বলিউড
কোথাও শেখায় না মানুষ মারো’, ভাস্বরের কাশ্মীরি মুসলিম বন্ধুদের আর্তনাদ
কাকদ্বীপ মহাকুমায় রাজ্যের মেধাতালিকায় আদর্শ বিদ্যামন্দির স্কুলের ১১ জন ছাত্র-ছাত্রী জায়গা করে নেয়। তদের মধ্যে ১০ জন ছাত্রী ও ১জন ছাত্র রয়েছে। অন্যান্য জেলাগুলির মধ্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে ছাত্রীরা অনেক এগিয়ে ছাত্রদের থেকে৷ এ বিষয়ে সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শ্যামসুন্দর জানা বলেন, "করোনার কারণে গত দু'বছর ঠিকমতো ক্লাস নেওয়া যায়নি৷ তবে অনলাইনে ক্লাস করানো হয়েছে। অনলাইনে হলেও, এই ক্লাস ভালো রকম হয়েছে। এছাড়াও শেষ যে ২ মাস স্কুলে ক্লাস নেওয়া হয়েছে, সেই সময় ছাত্র-ছাত্রীদের প্রচুর ক্লাস করানো হয়েছে। এক্ষেত্রে একটি আফসোস থেকে গিয়েছে। ছাত্র-ছাত্রীদের ঠিকমতো প্রাক্টিক্যাল ক্লাস করানো সম্ভব হয়নি৷" তিনি আরও বলেন, "এবছর উচ্চমাধ্যমিকের ফলাফল এই স্কুলের ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম৷ কারণ বহু বছর ধরে এই স্কুলের ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে স্থান অধিকার করেছে। তবে প্রতিবারই ছাত্ররা ভাল ফলাফল করেছে। এবছরের ফলাফল একেবারেই ব্যতিক্রম৷ এবছর এই স্কুলের ছাত্রীরা সবচেয়ে ভাল ফলাফল করেছে। এই স্কুল থেকে মোট ১১ জন ছাত্র-ছাত্রী রাজ্যে ১ থেকে ১০- এর মধ্যে স্থান দখল করেছে। এই ১১ জনের মধ্যে ১০ জন ছাত্রী রয়েছে, আর বাকি ১ জন ছাত্র রয়েছে। এই স্কুলের সর্বোচ্চ নম্বর ৪৯৪। এই স্কুলের ২ জন ছাত্রী এই নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। এছাড়াও ৬ষ্ঠ স্থান দখল করেছে ২ জন, ৭ম স্থান দখল করেছে ৩ জন, ৯ম স্থান দখল করেছে ১ জন, ১০ম স্থান দখল করেছে ৩ জন।"
Post A Comment:
0 comments so far,add yours