কাকদ্বীপ মহাকুমায় রাজ্যের মেধাতালিকায় আদর্শ বিদ্যামন্দির স্কুলের ১১ জন ছাত্র-ছাত্রী জায়গা করে নেয়। তদের মধ্যে ১০ জন ছাত্রী ও ১জন ছাত্র রয়েছে। অন্যান্য জেলাগুলির মধ্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে ছাত্রীরা অনেক এগিয়ে ছাত্রদের থেকে৷ এ বিষয়ে সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শ্যামসুন্দর জানা বলেন, "করোনার কারণে গত দু'বছর ঠিকমতো ক্লাস নেওয়া যায়নি৷ তবে অনলাইনে ক্লাস করানো হয়েছে। অনলাইনে হলেও, এই ক্লাস ভালো রকম হয়েছে। এছাড়াও শেষ যে ২ মাস স্কুলে ক্লাস নেওয়া হয়েছে, সেই সময় ছাত্র-ছাত্রীদের প্রচুর ক্লাস করানো হয়েছে। এক্ষেত্রে একটি আফসোস থেকে গিয়েছে। ছাত্র-ছাত্রীদের ঠিকমতো প্রাক্টিক্যাল ক্লাস করানো সম্ভব হয়নি৷" তিনি আরও বলেন, "এবছর উচ্চমাধ্যমিকের ফলাফল এই স্কুলের ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম৷ কারণ বহু বছর ধরে এই স্কুলের ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে স্থান অধিকার করেছে। তবে প্রতিবারই ছাত্ররা ভাল ফলাফল করেছে। এবছরের ফলাফল একেবারেই ব্যতিক্রম৷ এবছর এই স্কুলের ছাত্রীরা সবচেয়ে ভাল ফলাফল করেছে। এই স্কুল থেকে মোট ১১ জন ছাত্র-ছাত্রী রাজ্যে ১ থেকে ১০- এর মধ্যে স্থান দখল করেছে। এই ১১ জনের মধ্যে ১০ জন ছাত্রী রয়েছে, আর বাকি ১ জন ছাত্র রয়েছে। এই স্কুলের সর্বোচ্চ নম্বর ৪৯৪। এই স্কুলের ২ জন ছাত্রী এই নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। এছাড়াও ৬ষ্ঠ স্থান দখল করেছে ২ জন, ৭ম স্থান দখল করেছে ৩ জন, ৯ম স্থান দখল করেছে ১ জন, ১০ম স্থান দখল করেছে ৩ জন।"
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours