অর্ণব আইচ: কলকাতায় (Kolkata) বসে 'হানি ট্র্যাপ'। কয়েকজন যুবতীর সাহায্যে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে শহরবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত চক্রটি। এই চক্রের মাথা শুভ দাসকে গ্রেপ্তার করলেন মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানার আধিকারিকরা।
পুলিশ জানিয়েছে, এই চক্রটি ভুয়ো কল সেন্টার খোলে।
একটি ব্যাংক অ্যাকাউন্টে তিনি ওই টাকা দেওয়ার পর ফের তাঁর কাছে আট লক্ষ টাকা চাওয়া হয়। রীতিমতো তাঁকে হুমকিও দিতে শুরু করে তারা। এরপরই টাকা দেওয়ার বদলে পুলিশের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই চক্রে রয়েছেন একাধিক যুবতী। তাদের 'ব্যবহার করে'ই ওই অশ্লীল ভিডিও তুলে তোলাবাজি করা হত। পুলিশ মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে গ্রেপ্তার করে ওই চক্রের মাথা শুভ দাসকে। তার কাছ থেকে কুড়িটিরও বেশি মোবাইল উদ্ধার হয়। তাকে জেরা করে চক্রের অন্যদের সন্ধান চলছে।
এদিকে, উত্তর ২৪ পরগনার বারাসতে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে নোয়াপাড়ার দম্পতি অনির্বান মুখোপাধ্যায় ও তৃষা পাল এবং পূর্ব বর্ধমানের শুভঙ্কর চুনারিকে গ্রেপ্তার করে সিআইডি। এই ভুয়ো কল সেন্টার থেকে মোবাইল টাওয়ার বসানোর নাম করে বিভিন্ন জেলার বাসিন্দাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা এই দম্পতি হাতিয়েছে বলে অভিযোগ। ধৃতদের জেরা করে অন্যান্য জেলায় চক্রের পান্ডাদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours