হায়দরাবাদ থেকে গ্রেফতার ডি বাপির কাণ্ডের (D Bapi Biriyani) শ্যুটার! ওই ঘটনায় জড়িত আরও তিনজনকে একই জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই শ্যুটারের (Shooter) নাম সোনু রাজভর। সে কাকিনাড়ার বাসিন্দা। শুক্রবার তাকে ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুরে নিয়ে আসা হয়।

কয়েকদিন আগেই ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানির দোকান ডি বাপিতে শ্যুট আউটের ঘটনা ঘটে। ওই ঘটনার মাস্টার মাইন্ড সুজিত রায়কে দমদম সেন্ট্রাল জেল থেকে গ্রেফতার করা হয়। সে মণীশ শুক্ল খুনের মামলাতেও অভিযুক্ত। সেখানে বন্দি ছিল সুজিত। জেল থেকেই বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে খুন করার ছক কোষে ছিল সে। তাই কাকিনাড়ার বাসিন্দা সোনুকে খুনের সুপারি দেয় সুজিত। গত ১৬ মে সোনু দুই সঙ্গীকে নিয়ে ওই বিরিয়ানির দোকানের সামনে গিয়ে এলোপাথারি গুলি চালায়। তারপরে হায়দারবাদে পালিয়ে যায়।সুজিতকে জিজ্ঞাসাবাদ করার পরেই সোনুর কথা জানতে পারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরা। সোনুকে গ্রেফতার করতে হায়দরাবাদে যায় তদন্তকারীদের একটি দল। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে ধরা পড়েছে সোনু ও তার তিন সঙ্গী।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours