স্কুলের বন্ধুদের সঙ্গে গরমের ছুটিতে বকখালি তে বেড়াতে এসে সমুদ্রে তলিয়ে গেল ক্লাস ফাইভের নাবালক। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এরিয়ার সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয় নাবালকের মৃতদেহ।
পরিবার এবং প্রশাসন সূত্রে জানা যায় মৃত নাবালকের নাম সাকিব হোসেন লস্কর, সাকিবের বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানা এলাকায়। সাকিব উস্তি এলাকার জিনিয়াদি মাদ্রাসার ক্লাস ফাইভের ছাত্র ছিল। গত দিন স্কুলের বন্ধু এবং শিক্ষকদের সঙ্গে বকখালি বেড়াতে আসে। তারপরেই বিপত্তি ঘটে, বকখালির সমুদ্র সৈকত স্নান করতে নেমে সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে যায় ১১ বছরের সাকিব দীর্ঘ খোঁজাখুঁজির পরও সাকিবের কোনরকম খোঁজ মেলেনি, খবর দেওয়া হয় শাকিবের পরিবার কে। খবর পেয়ে তড়িঘড়ি বকখালিতে ছুটে আসে সাকিবের পরিবার এবং পুনরায় প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল থেকেই খোঁজ চালানো হয় শাকিবের।অবশেষে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এরিয়ার সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয় শাকিবের মৃতদেহ। সাকিবের এই অকাল মৃত্যুতে একদিকে যেমন কান্নায় ভেঙে পড়েছে সাকিবের পরিবার অপরদিকে ক্লাস ফাইভের তরতাজা একটি নাবালকের মৃত্যুতে শোকোস্তব্ধ স্কুলের বন্ধু বান্ধব থেকে শুরু করে শিক্ষকরা।
Post A Comment:
0 comments so far,add yours