ব্যাপক ঝড় বৃষ্টির জন্য গত শনিবার রীতিমতো প্লাবিত হয়েছিল দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং কলকাতা লাগোয়া বেশ কিছু অঞ্চল যেমন বারাসাত ব্যারাকপুর সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছিল ব্যাপক। তার সঙ্গী ছিল ৯০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর এর নতুন পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে একদিকে যেমন তাপমাত্রা কমেছে পশ্চিমবঙ্গের, এমনি বৃদ্ধি পেয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই আদ্রতা জনিত সমস্যা বৃদ্ধি পাবে বাংলায়। অন্যদিকে গতকাল এর তুলনায় আজকে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে আদ্রতা জনিত অস্বস্তি আরও বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতা সহ বেশ কিছু জায়গায় আজকেও এরকম তাপমাত্রা রয়েছে। গতকালের মতই আজকেও কলকাতা এবং আশেপাশের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
Post A Comment:
0 comments so far,add yours