একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
বাজ পড়ে মৃত্যু হল এক দুধ ব্যবসায়ীর। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৈষ্ণব নগর থানা ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জরলাহী পাড়া এলাকায়। মৃত ওই দুধ ব্যবসায়ীর নাম গজেন ঘোষ বয়স(৪৬) বছর।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো গতকাল বিকেলে ও ব্যক্তি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠে গরু চরাতে যায়। সেই সময় হঠাত্ই ঝড় বৃষ্টি নেমে আসে। ঝড় বৃষ্টির সময় হঠাত্ই বাজ পড়ে তার শরীরে। সেখানে ওই দুধ ব্যবসায়ী মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বৈষ্ণব নগর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবার সহ গোটা গ্রামে।
Post A Comment:
0 comments so far,add yours