আজ থেকে প্রায় ৪৪ বছর আগের কথা। পারিবারিক কারণে স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। ম্যাট্রিক পাশ করা হয়ে ওঠেনি আর। তারপর সংসারের দায়িত্ব, রাজনীতি.... তাই ইচ্ছে থাকলেও আর স্কুলে ফিরতে পারেননি তিনি। ৫৮ বছর বয়সে পা দিয়ে এবার সেই স্বপ্নপূরণের লড়াইয়ে নামলেন ওড়িশার বিধায়ক। গত শুক্রবার থেকেই শুরু হয়েছে ওড়িশার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। আর সেখানেই পরীক্ষা দিতে দেখা গেল ওড়িশার ফুলবনি বিধানসভার বিধায়ক অঙ্গদ কাঁহারকে। ১৯৮৫ সাল থেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকলেও, অঙ্গদ পেশায় একজন কৃষক। ২০১৯ সালে বিধায়ক হওয়ার পর তিনি জানতে পেরেছিলেন, যেকোনো বয়সেই ওপেন স্কুল থেকে বোর্ড পরীক্ষা দেওয়া যায়। তারপরই প্রস্তুতি শুরু করেছিলেন পরীক্ষার জন্য। বাঁকা মন্তব্য করেছিলেন অনেকেই। তবে লোকলজ্জা, তীর্যক উক্তি এড়িয়ে প্রকাশ্যেই পরীক্ষাহলে হাজির হলেন তিনি। একা নন, আরও এক স্কুলছুট বন্ধুকেও পরীক্ষাহলে হাজির করান অঙ্গদ। তাঁর কথায় ‘শিক্ষার কোনো বয়স হয় না’...
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours