আপনার জন্য সুখবর নিয়ে এলো দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি। সংস্থার তরফ থেকে জারি করা নতুন অফিশিয়াল টিজার অনুযায়ী মাত্র 11 হাজার টাকা মূল্যই মিলবে গাড়ি।
হ্যাঁ,ঠিকই শুনছেন ইতিমধ্যেই বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে। মারূতি সুজুকির আসন্ন নতুন Next-gen Ertigar জন্য আসুন। এক নজরে দেখে নেওয়া যাক গ্রাহকেরা কি কি ফিচারস পেয়ে যাচ্ছেন ভারতের সবথেকে বিক্রিত এমপিভি গুলির তৃতীয় প্রজন্মের মডেলটিতে।
শুধুমাত্র তাই নয় গাড়ির পাশের দিকে রয়েছে একটি বিশিষ্ট বডিলাইন ও সামনে রয়েছে একটি নতুন 3D ফিনিশ গ্রিল। এছাড়াও গাড়িটির মধ্যে নতুন যুগের প্রযুক্তিগুলির মধ্যে সুজুকি কানেক্ট নামক একটি কানেক্ট গাড়ি প্রযুক্তি বহাল থাকবে এবং একটি 7 সিটের কেবিন সহ 7 ইঞ্চি স্মার্ট প্লে প্রো টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে এই চার চাকায়।
তাই আর দেরি না করে আপনার নিকটবর্তী মারুতি সুজুকি এরেনা ডিলারশীপ এ যান এবং মাত্র 11 হাজার টাকায় বুক করে ফেলুন মারুতি সুজুকি এরটিগার নতুন ভার্সন আর উপভোগ করুন সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণকে!
Post A Comment:
0 comments so far,add yours