প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। জঙ্গিদের নিশানায় সিআইএসএফ (CISF) জওয়ানদের গাড়ি। হামলায় মারা গিয়েছেন এক এএসআই। আহত একাধিক জওয়ান। ভোর সাড়ে চারটে নাগাদ জম্মু চাড্ডা ক্যাম্পে ঘটনাটি ঘটে। সিআইএসএফ জওয়ানদের বাস লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
৩৭০ ধারা কাশ্মীর থেকে বিলোপ করার পর জঙ্গি কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। একের পর এক অভি।ান চালিয়ে জঙ্গি নাশকতা অনেকাই আটকাতে সমর্থ হয়েছিল কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। কিন্তু গত কয়েক দিন ধরে ফের জঙ্গি কার্যকলাপ মাথাচারা দিয়েছে উপত্যকায়। গতকাল থেকে একের পর এক জঙ্গি নাশকতার ঘটনা ঘটে চলেছে ভূস্বর্গে। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ সিআইএসএফের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। অতর্কিত হামলায় দিশেহারা হয়ে গিয়েছিলেন জওয়ানরা। তবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে বেশি সময় লাগেনি। জঙ্গিদের সঙ্গে দীর্ঘক্ষণ গুলি বিনিময় হয় জওয়ানদের। তবে কাউকে ধরা যায়নি। জঙ্গিরা সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে খবর।
জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক এএসআই। আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। তাঁদের হাসপাতোল ভর্তি করা হয়েছে। সূত্রের খবর জঙ্গিদের সঙ্গে এখনও এনকাউন্টার চলছে। এক জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। জম্মুর সুজওয়ান এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান শুরু করেছে সেনা। ফের উত্তেজনা ছড়িয়েেছ গোটা এলাকায়।
এদিকে আর দুদিন পরেই কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের সাম্বা জেলায় যাবেন তিনি। ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এই জঙ্গি নাশকতার ঘটনায় অন্য কিছু আঁচ করছেন গোয়েন্দারা। এদিকে কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে অন্তর্ঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযান চলছে। মোদীর সফরের আগে অশান্তি ছড়ানোর চেষ্টা করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর আগে শান্তিপূর্ণ ছিল উপত্যকা। কোনও রকম নাশকতার ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে কাশ্মীরের কয়েকজন পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। তারপরে আতঙ্ক ছড়িয়েছিল। আবার এক কাশ্মীরি পণ্ডিতকে হত্যার ঘটনাও ঘটেছে। কাশ্মীর পুলিশের এডিজি মুকেশ সিং জানিয়েছেন, অপারেশন চলছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
source:oneindia.com
Post A Comment:
0 comments so far,add yours