Subscribe to:
Post Comments (Atom)
ভূত-ভ্যাম্পায়ারের মতো শব্দ নিশ্চয়ই শুনে থাকবেন এবং হনুমান চালিসাতেও ভ্যাম্পায়ার শব্দটি ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে হনুমানজির নাম শুনলেই ভূত-ভ্যাম্পায়ার কাছে আসে না । আজকে আমরা এখন বাস্তবে দেখা সেই ভ্যাম্পায়ার সম্পর্কে বলব।
যারা এই প্রাণীটিকে দেখেছেন তারা দাবি করেছেন যে ভ্যাম্পায়ার অর্থাত্ এই প্রাণীটি তার শিকারকে ধারালো দাঁত দিয়ে কামড় দেয় এবং তারপর তার রক্ত চুষে খায়।
পশ্চিম ইউক্রেনের চেরনিভস্তি অঞ্চলের রুকশিন গ্রামের লোকেরা এটিকে হত্যা করেছিল। স্থানীয়রা গত মাসে একটি রহস্যময় ভ্যাম্পায়ার প্রাণী সম্পর্কে অভিযোগ দায়ের করেছিল। এ পশুর কারণে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল।
গ্রামবাসীরা জানান, কীভাবে এই ভ্যাম্পায়ার পশু তাদের গবাদি পশুর কাছে গিয়ে তাদের রক্ত চুষে নিত। তারা বলেন, এই ভ্যাম্পায়ার খাঁচা ভেঙে মুরগি ও খরগোশ বের করত।
এর পাশাপাশি সে ৬ ফুট লাফ দিতেও সক্ষম। গ্রামবাসীরা জানান, এই পশুর আতঙ্কে তারা বাড়ি ছেড়ে চলে যেতে বসেছে। প্রতিদিন এই ভ্যাম্পায়ার পশুর দ্বারা তাদের গবাদি পশু মারা যাওয়ার ভয়ও ছিল ।
বর্তমানে চিকিত্সকরা এই প্রাণীটির পরীক্ষা-নিরীক্ষা করে জানার চেষ্টা করছেন এটি কী ধরনের প্রাণী।
Post A Comment:
0 comments so far,add yours