সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করাটা খুব একটা বড় ব্যপার নয়। ঘাম, ধুলো ইত্যাদি নানা কারণে চুল মোটামুটি তিন দিনের মধ্যেই চিটচিটে হয়ে যায়। কিন্তু শুধু শ্যাম্পুতে কি চুল পরিষ্কার হচ্ছে না? তাহলে তার সঙ্গে চিনি মিশিয়ে নিতে পারেন।এতে চুল খুব পরিষ্কার হয়।

শ্যাম্পু করার পরে চুল যতটা নরম এবং উজ্জ্বল হয়, তারর সঙ্গে চিনি মেশালে কাজ হয় বেশি। চিনি চুলের ব্যবহারের জন্য খুব ভালো একটি উপাদান।


চিকিত্‍সকরা বলছেন, শ্যাম্পু করার সময় যদি তার সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করেন তাহলে, চুলের ঘনত্ব বাড়ে এবং চুল পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে মজবুতও হয়।


এখন অনেকেই চুল পরে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়া, চুলের বৃদ্ধি কমে যাওয়ার সমস্যায় ভোগেন। এই নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন পরীক্ষা করেছেন। এক বিশেষজ্ঞ বলেছেন, শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করলে খুশকির থেকে রেহাই পাওয়া যায়।


এছাড়াও রূপচর্চায় চিনির আরও অনেক ব্যবহারও রয়েছে। নিয়মিত মুখে চিনি মাখলে ডার্ক সার্কেল, ব্রণ, কালো দাগ দূর হয়। তবে ত্বকে চিনি ব্যবহারের সময়ে সাবধান হতে বলেন বিশেষজ্ঞরা। কারণ ত্বক কেটে যেতে পারে এর ফলে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours