Subscribe to:
Post Comments (Atom)
শনিবার স্কুলের ছাত্র ছাত্রীরা এই স্কুলের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি তাদের প্রিয় প্রধান শিক্ষককে স্কুলেই থাকতে হবে। স্কুল ছেড়ে যেতে দেবে না তাঁরা। পাঁশকুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চাপাডালি হাইস্কুলের ২০১০ সাল থেকেই প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন নরেশ রানা। যদিও নরেশ বাবুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং এর দশক গ্রাম এলাকায়। সে কারণেই তিনি নিজের এলাকার স্কুলে বদলি হয়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু ছাত্র ছাত্রী থেকে অভিভাবকেরা নরেশ বাবুকে ছাড়তে নারাজ। । স্কুলের শিক্ষা থেকে শুরু করে শিক্ষা কেন্দ্রের বিভিন্ন কার্যকলাপ মন কেড়েছিল ছাত্র-ছাত্রীদের। কিন্তু শব্দের বেগ রামকৃষ্ণ বিদ্যাপীঠে বদলির আবেদন করলে তা মঞ্জুর হয়। তাই তিনি পাঁশকুড়ার চাঁপাডালি স্কুল ছেড়ে চলে যাবার প্রস্তুতি নেন। তখনই স্কুলের ছাত্রছাত্রীরা তাকে ঘিরে তার চলে যাওয়া আটকে দেয়। কিন্তু নিয়ম অনুযায়ী ওই প্রধান শিক্ষককে চলে যেতেই হবে এমনটাই জানিয়েছেন প্রধান শিক্ষক নরেশ বাবু। প্রধান শিক্ষকের স্কুল পরিচালনার ভঙ্গিমা মন কেড়েছিল সকলের, তাই অবসর বয়স পর্যন্ত তাকে ওই স্কুলে থাকতে হবে এমনটাই দাবি ছাত্র-ছাত্রীদের।
Post A Comment:
0 comments so far,add yours