বাবা তৈরি হচ্ছিলেন রাম-নবমীর শোভাযাত্রায় বেরবেন, আর তখনই কোলের ছেলেটাকে পিষে দিল গাড়ি
ঠাকুরপুকুর দুর্ঘটনায় তোলপাড় টলিউড, রাত থেকে কী কী ঘটে, খোলসা করলেন আরিয়ান
গেরুয়া ধ্বজা উড়ছে ‘লাল’ যাদবপুরে, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উড়িয়েই ক্যাম্পাসে চলছে রামের পুজো
সংখ্যালঘু ‘ভূমিপুত্রে’ ভরসা বামেদের! সীতারামের উত্তরসূরি কে এই আলেকজান্ডার?
ভেনেজুয়েলা নিয়ে কাঁদে, বাংলাদেশ নিয়ে নয় কেন? জ্যোতি-বুদ্ধের সমালোচনা করে বোঝালেন প্রফেশন সুকান্ত
পরকীয়া বিতর্কে খোদ পুলিশ। পরকীয়ার জেরে আলিপুরদুয়ারে এক পুলিশ আধিকারিকের হাত বাঁধা ভিডিও ভাইরাল।ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি GNE BANGLA. ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ভাটিবাড়ী পারোকাটা অঞ্চলে। অভিযোগ, শুক্রবার রাতে ভাটিবাড়ী পুলিশ ফাঁড়ির ওসি পার্থ বর্মনকে ওই গ্রামেরই এক গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরেন এলাকার বাসিন্দারাভাইরাল হওয়া ভিডিওতে ওই পুলিশ আধিকারি কে হাত বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায় এবং তাকে ঘিরে আছে এলাকার বাসিন্দারা। রাতের অন্ধকারে তাকে ধরে হাত বেঁধে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। অভিযোগ, ওই গ্রামের এক মহিলার সঙ্গে সম্পর্ক আছে ওই পুলিশ আধিকারিকের, তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গ্রামের মহিলারাও চড়াও হয় তার উপর।
ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসে জেলা পুলিশ-প্রশাসন। ঘটনাটির তদন্তের দায়িত্বে রয়েছেন আলিপুরদুয়ারের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা । আইনের রক্ষকের এমন হাত বাঁধা ভিডিও চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা জেলা জুড়ে।
Post A Comment:
0 comments so far,add yours