নারায়ণ সরকার মালদা 

চকোলেট-বিস্কুটের লোভ দেখিয়ে একের পর এক নাবালিকাকে যৌন নিগ্রহ! গ্রেফতার অভিযুক্ত দোকানদার


চকলেট-বিস্কুটের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ৩ নাবালিকাকে যৌন নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগ উঠল এক দোকানদারের বিরুদ্ধে।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার অন্তর্গত কুলাডাঙ্গা গ্রামে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দোকানদারের নাম রবি কর্মকার(৫০) বাড়ি হবিবপুর থানার কুলাডাঙ্গা গ্রামে। সংশ্লিষ্ট এলাকায় মুদিখানার দোকান রয়েছে অভিযুক্ত ওই যুবকের।

এদিকে, প্রতিদিনের মতোই গতকাল বিকেলেও সে একই ঘটনা ঘটায়। কিন্তু গতকাল নির্যাতিতা এক নাবালিকা বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এবং রাতে আতঙ্কে কাঁপতে থাকে। পরিবারের লোকেরা ভাবেন হয়তো মেয়ের শরীর কোনও কারনে খারাপ হয়েছে। কিন্তু তাকে জিজ্ঞেস করতেই সে গোটা ঘটনা তাদের জানায় এবং ঘটনাটি চাউর হতেই জানা যায় গ্রামের অনেক মেয়েই ওই দোকানদারের যৌন নিগ্রহ ও শ্লীলতাহানির শিকার।

অন্যদিকে, নির্যাতিতার পরিবার রাতে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতেই ওই দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে জেলা আদালতে পেশ করে হবিবপুর থানার পুলিশ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours