ঝুঁকি নিয়েও অসীম সাহসিকতার মাধ্যমে ডুবন্ত ট্রলার থেকে তিনজনকে বাঁচানোর পুরস্কার দেওয়া হল ফ্রেজারগঞ্জ থানার ওসি সহ বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশসহ স্পিডবোট চালককে৷গত ১৬ এপ্রিল সকাল সাড়ে সাতটা নাগাদ প্রবল ঢেউ এর কবলে পড়ে কুকড়াহাটি থেকে বালি নিয়ে আসা একটি পণ্যবাহী ট্রলার৷ ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার কারণে বঙ্গোপসাগরের মোহনা ও এদুয়ার কিকের সংযোগস্থলে একটি বালিবোঝাই পণ্যবাহী ট্রলার বিপদের মুখে পড়ে৷ প্রবল হাওয়া থাকার কারণে এবং জলোচ্ছ্বাস এর জন্য ট্রলার ডুবে যায়। খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি শুভেন্দু দাস ও বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার এক ভিলেজ পুলিশ ও স্পিডবোট চালক ঝুঁকি নিয়ে বিপথগামী ট্রলার থেকে তিন জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসেন। তাদের সেই অসীম সাহসিকতার জন্য মঙ্গলবার সুন্দরবন পুলিশ জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শ্রী ভাস্কর মুখার্জি ফ্রেজারগঞ্জ থানার ওসি ও সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ সহ FIB চালককে পুরস্কৃত করা হলো।
© sunanda
Post A Comment:
0 comments so far,add yours