কৃষ্ণবর্ণ কাউকে দেখলে কি সকলের মনে স্বয়ং শ্রীকৃষ্ণের গাত্রবর্ণের কথা মনে হয়? মোটেই নয়। বরং অনেকেই মুখ ঘুরিয়ে নেন তীব্র অপছন্দে। তবে বিয়ের মণ্ডপে হবু স্বামীর (Groom)গায়ের রং দেখে পছন্দ না হওয়ায় মালাবদলের পর, যাকে বলে ঠাসিয়ে চড় (Slap)- সেটাই মেরে দিলেন কনে!

অবাক হচ্ছেন তো? কিন্তু উত্তরপ্রদেশের হামিরপুরের বিয়েবাড়িতে এমনই কাণ্ড ঘটে গেল সকলের সামনে। সেই ভিডিও নিমেষেই ভাইরাল (Viral Video)।

ঘটনাটা কী? হামিরপুরের (Hamirpur)বিয়েবাড়িতে সন্ধেটা দিব্যি আনন্দেই কাটছিল সকলের। সুন্দর করে সাজানো মণ্ডপে অতিথি-অভ্যাগতদের ভিড়। হাজির বর-কনে। বরের সাজপোশাকও বেশ রাজকীয়। কনের পরনে লাল লেহঙ্গা, মাথায় ভারী ওড়না, শরীরে সোনার গয়না। এবার মালাবদলের পালা। বর তো দিব্যি মালা দিলেন কনের গলায়। কিন্তু কনে মালাবদল করতে গিয়ে এ কী করলেন! বরকে কষিয়ে দিলেন দুই থাপ্পড়! আর ছুটে বেরিয়ে গেলেন বিয়ের আসর থেকে।

অতিথিদের কয়েকজন অতি-উত্‍সাহে বিয়ের ভিডিও করছিলেন। আচমকাই ফ্রেমে সংঘর্ষ! মালাবদলের সময় কনের থাপ্পড় বরকে। ফ্রেমবন্দি হয়ে রইল সেই দৃশ্যও। আর মুহূর্তের মধ্যে তা ভাইরাল। ঘটনা দেখে স্তম্ভিত নেটিজেনরা। বরের গাত্রবর্ণের জন্য ভরা বিয়ের আসরে কনের এই আচরণে স্বভাবতই ক্ষুব্ধ তাঁরা। সকলের টাইমলাইনে ছড়িয়ে পড়ছে বিয়ের মণ্ডপে বরকে কনের চড় মারার ভিডিওটি। সেইসঙ্গে তুমুল সমালোচনা।

বিয়ের আসরে অদ্ভুত কিছু দৃশ্যের সাক্ষী হওয়া নতুন ঘটনা নয়। কোথাও কনের মুখ দেখার পর পছন্দ না হওয়ার বরের অসংবেদনশীল আচরণ, তো কখনও কনেকে অতিথিদের সামনে সরাসরি অপমান। তবে হামিরপুরের ঘটনা যেন ঠিক উলটো। বর স্রেফ কালো হওয়ায় কনে যেভাবে বরমাল্য দিতে গিয়ে বরকে ঠাসিয়ে থাপ্পড় কষালেন কনে, তা নিয়ে বেশ আলোচনা চলছে নেটদুনিয়ায়।

— Ch. krishan Bhati (@ChKrishanBhati3)

  • 'কালো' বর দেখে রেগে অগ্নিশর্মা কনে।
  • মালাবদলের সময় পাত্রকে কষিয়ে চড় মারলেন পাত্রী, ভাইরাল ভিডিও।
  • Share To:

    kakdwip.com

    Post A Comment:

    0 comments so far,add yours