আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
একটি ইংরেজি ওয়েবসাইট অনুসারে, ফ্রাঙ্কো-লুই ফারাডা রোমান নামে এক যুবককে সিংহের ঘেরে ঝাঁপিয়ে পড়তে দেখে পুরো প্রশাসন তত্ক্ষণাত্ তত্পর হয়ে ওঠে।সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আক্রমণ করে দুটি সিংহকে মেরে ফেলে।
চিড়িয়াখানার আধিকারিকরা বলছেন, দুটি সিংহই যুবককে গুরুতর আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, 'ফ্রাঙ্কো একাই চিড়িয়াখানা দেখতে এসেছিল। সিংহের ঘের দেখে সে তার কাপড় খুলে তাতে ঝাঁপ দিল। তবে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন বলছে, সে আত্মহত্যার উদ্দেশ্য নিয়েই ঝাঁপ দিয়েছে সে।
যুবকটি ঘেরে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে সিংহরা তাকে মারাত্মকভাবে আক্রমণ করে। একটি সিংহ তাকে টেনে নিয়ে যায় এবং তারপর সিংহীও তাকে আক্রমণ করতে থাকে।
চিড়িয়াখানার পরিচালক জানান, সিংহ দুটিকে মেরে ফেলার কাজ সম্পূর্ণ প্রটোকল মেনেই করা হয়েছে। মানুষের জীবন সিংহের চেয়েও মূল্যবান। তবে এ সময় নিরাপত্তা কর্মীরাও ঘুমের ওষুধ দেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলে না থাকায় তাকে সিংহের দিকে গুলি করতে হয়।
Post A Comment:
0 comments so far,add yours