আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
মঙ্গলবার সংসদে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সনিয়া গান্ধীর ঠিক পাশের চেয়ারেই বসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ( Manmohan Singh ) । কয়েক সপ্তাহ আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মনমোহন হাজির না থাকলেও এদিন ছিলেন । কিন্তু সেই বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলার রাজনৈতিক মহলে নানান গুজব রটতে শুরু করে দিল ।
দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগে এমনও রটে গেল , মনমোহন সিংয়ের জীবনাবসান হয়েছে । কিন্তু কংগ্রেস শীর্ষ সূত্রে বলা হয়েছে , যাঁরা এই গুজব রটাচ্ছেন তাঁরাই বলতে পারবেন কী উদ্দেশ্যে এসব করা হচ্ছে । তবে মনমোহন সিং ভাল আছেন ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্ত্রী , তৃণমূলের ঢিাকটেজিতে এখন দূরত্ব রাখা এক সাংসদ তাঁদের সোশ্যাল মিডিয়ায় মনমোহনের জীবনাবসানের কথা পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন । পরে টনক নড়তেই সেসব তড়িঘড়ি ডিলিট করেন তাঁরা । নেতা , মন্ত্রী , সেলিব্রিটিদের নিয়ে এই ধরনের গুজব কম রটে না । সাম্প্রতিক অতীতে বাংলায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে অনেকবার মৃত্যুগুজব রটেছিল । মাস দেড়েক আগে তাঁর জীবনাবসান হয় । এদিন মনমোহনকে নিয়ে গুজব রটল বাংলার রাজনৈতিক মহলে ।
সংগৃহীত : The Wall
Post A Comment:
0 comments so far,add yours