জল্পনা চলছে অনেকদিন পর। রাজ্যে ফের বাড়তে চলেছে জেলার সংখ্যা। যদিও কোন-কোন জেলা ভেঙে নতুন জেলা গঠিত হবে তা এখনও স্পষ্ট করেনি নবান্ন। আর পুলিশ বা স্বাস্থ্য জেলা ভাগ ধরে তার ইঙ্গিতও মিলছে।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, জেলা ভেঙে নতুন জেলা গঠনের তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং হুগলি।
প্রশাসনের একটি সূত্রের দাবি, উত্তর ২৪ পরগনাকে দু'টি জেলায় ভাঙা হবে। তাতে বসিরহাট আলাদা জেলা হবে। বাকি অংশ উত্তর ২৪ পরগনা জেলাতেই থাকবে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা ভেঙে দু'টি নাকি তিনটি জেলা তৈরি করা হবে তা নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় দক্ষিণ ২৪ পরগনাকে ভেঙে তিনটি জেলা করার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। সেই পরিকল্পনা অনুযায়ী, আলিপুর সদর এবং ডায়মন্ড হারবার নিয়ে হবে একটি জেলা। বারুইপুর এবং ক্যানিং নিয়ে হবে দ্বিতীয় জেলা। মুর্শিদাবাদ জেলাও ভেঙে দুটি ভাগ হবে।
রাজ্যে ক্রমাগত ঘটে চলা খুন, ধর্ষণের ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। জেলা বিভক্ত হলে প্রতিটি জায়গায় আরও পুলিশি নজরদারি বাড়ানো সম্ভব হবে এবং তার ফলে আইন-শৃঙ্খলা বজায় রাখাও সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Post A Comment:
0 comments so far,add yours