নিরাপত্তার কারণে গত ফেব্রুয়ারি মাসে ভারতে ব্যান হয়ে গেছে জনপ্রিয় মোবাইল গেম Garena Free Fire । কিন্তু যাদের মোবাইলে ইতিমধ্যেই গেমটি ডাউনলোড আছে তারা অনায়াসেই এর মজা নিতে পারছেন। শুধু কি তাই , আগের মত এখনো গেম প্রস্তুতকারী সংস্থার তরফে গেমারদের জন্য দেওয়া হচ্ছে ফ্রি রিডিম কোড।এর জন্য তাদের নিজস্ব ফেসবুক অথবা ভিকে অ্যাকাউন্ট থেকে রিডেম্পশন ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। তারপর কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করলেই রিওয়ার্ড এবং গিফট তাদের ভল্ট ট্যাবে চলে আসবে এবং একই সাথে গোল্ড এবং ডায়মন্ড তাদের অ্যাকাউন্ট ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে। তবে এতো কিছুর জন্য Garena Free Fire গেমারদের মোটেই অতিরিক্ত কোনো পয়সা খরচ করতে হবে না। এই রিওয়ার্ড তারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। চলুন দেখে নেওয়া যাক আজকের ফ্রি রিডিম কোডগুলি ।

Garena Free Fire redeem codes for 9 April 2022 (গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ৯ এপ্রিল, ২০২২)

FV8G-U45T-HGV7

FT2G-4H5J-T6YO

FIBU-H2DM-E5LO

F77U-J8BV-C3TR

F67K-HNGA-QC2D

6CYH-DRJ5-KOY0

IUVC-YX8E-45O8

G76T-5R4A-QDF1

23JR-FUCT-XRFS

E5K6-O9G8-7Y6T

DI5E-BR56-K8I8

8V7C-6X5R-EAIQ

CV23-JI87-6XTS

G7EJ-R56Y-9G87

C6X5-TRM7-JH45

Free Fire redeem codes for today, 9 April 2022 (ফ্রি ফায়ার রিডিম কোড আজ ৯ এপ্রিল, ২০২২)

FQ2D-1FG2-H88E

D65C-RGSH-WJE4

56TY-UGHB-VF6E

KR45-F986-YHN7

FULI-KJOJ-NBFL

FKSP-987Y-TF8Q

F2E3-D14G-RT4G

FI8V-7C6T-SE5G

Free Fire redeem code for 9 April 2022: How to redeem (ফ্রি ফায়ার রিডিম কোড ৯ এপ্রিল, ২০২২ কীভাবে রিডিম করবেন)

• প্রথমেই গ্যারিনার অফিশিয়াল ওয়েবসাইটে যান (https://reward.ff.garena.com/en)।

• এবার Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন ।

• উপরের একটি রিডিম কোড কপি করে সেটি টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে 'Confirm' বাটনে ক্লিক করুন।

• এরপর আপনার স্ক্রিনে পপ আপ আসবে চেক করার জন্য। এবার 'ok' বাটনে ক্লিক করুন।

আপনার ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হল। এরপর ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। কোনও কারণে যদি কোড রিডিম না হয়, তাহলে গ্যারেনার তরফে একটি ইমেল পাঠিয়ে দেওয়া হবে। নচেত্‍ ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড পেয়ে যাবেন।
©TECH GUP
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours