গতকালই বীরভূম থেকে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল । রয়েছেন চিনার পার্ক এর ফ্ল্যাটে। মনে করা হচ্ছে আজ তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিতে যাবেন পারেন। গরু পাচার কাণ্ডে একাধিকবার তাকে তলব করেছে সিবিআই কিন্তু প্রতিবারই অসুস্থতা দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি । এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি কিন্তু তাতেও মেলেনি রক্ষাকবচ, দলের একাংশের মতে বুধবার সকাল 11 টায় সিবিআই এর কাছে হাজিরা দেবেন তিনি অন্যদিকে কেউ কেউ আবার বলছেন তৃণমূলের কার্য সমিতির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল পাশাপাশি রয়েছেন আসানসোল উপ নির্বাচনের দায়িত্ব এক্ষেত্রে দলীয় প্রয়োজনেও কলকাতায় আসতে পারেন তিনি । আবার কারও মতে স্বাস্থ্য পরীক্ষার জন্য মহানগরে আসতে পারেন তিনি তবে ,ধোঁয়াশা দূর হবে বুধবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে। 
    Share To:

    kakdwip.com

    Post A Comment:

    0 comments so far,add yours