আশ্চার্যান্বিত এক ঘটনা এবার ঘটলো চীনে৷ এর আগে পেরেক, সুই, গজ, চামচসহ নানান ধরনের উদ্ভট জিনিস পেট থেকে উদ্ধার করার পাওয়া গেছে। তবে এবার চীনের এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার করে বের করা হয়েছে লাইটার। চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরে বসবাসকারী এই ব্যক্তি ভুলে লাইটার গিলে ফেলেন৷ তারপর এক- -দুইদিন নয়, টানা বিশ বছর পাকস্থলীতে লাইটার নিয়ে তিনি দিব্যি সুস্থ ছিলেন। একদিনের জন্যও তিনি চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেননি৷

তবে কিছুদিন আগে পেটে অসহ্য ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন৷ পরীক্ষা করে দেখা যায় যে, তার পেটের ভিতরে একটি লম্বাটে ধরনের বস্তু রয়েছে। নিবিড় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন, ওই লম্বাটে জিনিসটি প্রকৃতপক্ষে একটি লাইটার! দশ মিনিটের একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে পাকস্থলী থেকে তা বের করে আনা হয়৷ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours