প্রেমের প্রস্তাবে সাড়া দেননি জামাইবাবু, দুঃখে বিষ খেয়ে আত্মঘাতী তরুণী ও তার বান্ধবীরা
আনফোল্ড বাংলা প্রতিবেদন : বিহারের এক তরুণী জামাইবাবুর প্রেমে পড়েছিলেন। সেই কথা বলতে গিয়েছিলেন জামাইবাবুকে। কিন্তু প্রস্তাব নাকচ করে দেন জামাইবাবু।
জানা গিয়েছে, ওই তরুণী ভালোবাসত তার জামাইবাবুকে। সেই কথা সে বলে তার ঘনিষ্ট পাঁচ বান্ধবীকে। তাদের পরামর্শেই জামাইবাবুকে মনের কথা বলতে গিয়েছিল ওই তরুণী। প্রস্তাব শুনেই জামাইবাবু না বলে দেন। তাতেই মন খারাপ করে ঘরে ফিরে আসে ওই তরুনী। তারপরেই মনের দুঃখে বিষ খায় সে। সেই সময়ে সামনেই ছিল ওই পাঁচ বান্ধবী। তাঁরাও দুঃখে বিষ খায়। এদিকে ঘরে কোনও রকম সাড়া না পেয়ে বাড়ির লোকজন দরজা খুলে দেখে মাটিতে পড়ে আছে ওই ৬ জনই। তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদের চিকিত্সার জন্য পাঠানো হয় গয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে।
Post A Comment:
0 comments so far,add yours