ফের গুলিচালনার ঘটনায় অশান্ত দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur)। দিনেদুপুরে পুলিশের একেবারে নাকের ডগায় ভরা বাজারে গুলি চালিয়ে পালাল এক দুষ্কৃতী। এখনও ফেরার সে। যদি ব্ল্যাংক ফায়ার করায় হতাহতের কোনও খবর নেই। সোনারপুর থানার অদূরে, পুলিশের (Police) স্টিকার লাগানো গাড়ি চড়ে এসে এভাবে হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কাছে, সোনারপুর ফ্লাইওভারের নীচে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ গোপাল নামে এক ব্যাক্তি ব্রিজের তলায় মাছের আড়তের কাছে এসে উপস্থিত হয়। এর অদূরেই সোনারপুর পুলিশ স্টেশন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তার গাড়িতে 'পুলিশ' স্টিকার লাগানো ছিল। অভিযোগ, মাছের আড়তে থাকা লোকজনকে হুমকি দেয় গোপাল। তারপরই বন্দুক হাতে শূন্যে এলোপাথাড়ি গুলি (Blank Fire) চালাতে থাকে। যদিও গুলিতে কেউ জখম হয়নি। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গোপাল।

পুলিশের নাকের ডগায় দিনেদুপুরে ভরা বাজারে এভাবে গুলিচালনার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোনারপুর থানার কাছেই এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ বাসিন্দা সকলেই। এর আগেও সোনারপুর এলাকায় এভাবে দুষ্কৃতী তাণ্ডব দেখা গিয়েছে। তবে এবার 'পুলিশ' স্টিকার লাগানো গাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পুলিশ প্রশাসনের কপালেও। গোপাল নামে ওই দুষ্কৃতী এখনও অধরা। পুলিশ তার খোঁজে নেমেছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা, নজরদারি।

  • 'পুলিশ' স্টিকার লাগানো গাড়ি চড়ে পুলিশেরই নাকের ডগায় দুষ্কৃতী তাণ্ডব।
  • সোনারপুর থানার অদূরে ভরা বাজারে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীর।
  • ব্যাপক আতঙ্কিত এলাকাবাসী।
  • Share To:

    kakdwip.com

    Post A Comment:

    0 comments so far,add yours