উচ্চ আদালতের বিচারপতি সুবোধ অভ্যঙ্কর এই পর্যবেক্ষণ জানিয়ে মামলাকারীর আবেদন খারিজ করে দিয়েছে। এক যুবকের বিরুদ্ধে মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। অভিযোগের পরই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ওই যুবক, যাতে তাকে পুলিশ গ্রেফতার না করতে পারে হাইকোর্ট থেকে সেই সুরক্ষা চেয়েছিল সে। কিন্তু তার সেই রক্ষাকবচের আবেদন আদালতে খারিজ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছেন, এই ধরনের যৌন অপরাধের ঘটনা দিন দিন বাড়ছে, তার জন্য দায়ী লিভ ইন রিলেশনশিপ। প্রসঙ্গত ওই যুবক ও তার বিরুদ্ধে যে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরা দুজনই লিভ ইন রিলেশনশিপে থাকছিলেন। এর থেকেই যৌন প্রবণতা বাড়ছে বলে মত আদালতের। মধ্যপ্রদেশ হাইকোর্ট এও বলেছে, সংবিধানের ২১ নম্বর আর্টিকেলে নাগরিকদের যে অধিকার স্বীকৃত হয়েছে লিভ ইন রিলেশনশিপ তার অপব্যবহার। ভারতীয় সমাজের নৈতিকতার উপর এই ধরনের সম্পর্ক প্রভাব ফেলছে বলেও জানান বিচারপতি। উল্লেখ্য, সংবিকধানের ২১ নম্বর ধারাটিতে ব্যক্তি স্বাধীনতা ও স্বাধীনভাবে জীবন যাপনের অধিকার নাগরিকদের দেওয়া হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours