Subscribe to:
Post Comments (Atom)
সমুদ্র উপকূলে সিড্রাগন
অস্ট্রেলিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পর অস্ট্রেলিয়ার অনেক সমুদ্র সৈকতে অদ্ভুত প্রাণীদের মৃত অবস্থায় পড়ে থাকার খবর পাওয়া গেছে। সেইসব প্রাণীদের ছবি দেখে বহু বিশেষজ্ঞরাও পর্যন্ত অবাক হয়েছেন। ভাইরাল হওয়া সমুদ্র সৈকতে মৃত অবস্থায় পড়ে থাকা এই জলজ প্রাণীগুলির অনেকগুলিই একেবারে আলাদা। এবার পাওয়া গেল একটি সিড্রাগন। সিড্রাগন বেশিরভাগই ক্রুনলা, মালাবার এবং সেন্ট্রাল কোস্টে পাওয়া যেত। সিডনির ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেরিন ইকোলজির প্রফেসর ডঃ ডেভিড বুথ বলেছেন, আবহাওয়া ও দূষণের আকস্মিক পরিবর্তনের কারণে এমনটা হয়েছে।
বিশেষজ্ঞরা সিডনি মর্নিং হেরাল্ডের সাথে কথোপকথনে বলেছেন যে অস্ট্রেলিয়ায় সমুদ্রের গভীরে সিড্রাগন রয়েছে। তবে সমুদ্রসৈকতে তাদের খুব একটা দেখা যায় না, মূলত আবহাওয়া পরিবর্তন এবং অত্যাধিক দূষণের কারণে তারা এবার হাজির হচ্ছে সমুদ্র সৈকতে। এই প্রাণীগুলক দেখতে হলুদ, বেগুনি এবং কমলার মতো উজ্জ্বল রঙের। সিড্রাগন ৪৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং প্রাচীরের কাছাকাছি সমুদ্রের গভীরে বাস করতে পারে। অনুমতি ছাড়া এগুলো রাখা বা কাটা অপরাধ হিসেবে গণ্য করা হয় ।
Post A Comment:
0 comments so far,add yours