বছর এগারোর এক নাবালিকাকে জোর করে 'ধর্ষণে'র অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ে।

ভাঙড়ের ২ নম্বর ব্লকের কাশীপুর থানার অন্তর্গত বেলেদানা এলাকা। ষষ্ঠ শ্রেণিতে পাঠরত ওই নাবালিকা রবিবার বেলেদানা বাজারে একটি কোচিং ক্লাসে পড়তে গিয়েছিল।

টিউশন পড়ে সাইকেল চড়ে বাড়ি ফিরছিল সে। অভিযোগ, সেই সময়ই বেলেদানা থেকে কিছুটা দূরে স্থানীয় এক যুবক তার পথ আটকায়। তারপর জোর করে তাকে রাস্তার পাশে একটি করমচা বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে 'ধর্ষণ' করে।

এরপর ওই নির্যাতিতা নাবালিকা বাড়িতে এসে পরিবারকে সব কথা খুলে বলে। তখন পরিবারের তরফে কাশীপুর থানায় ধৃত যুবক রাকিবুল মোল্লার নামে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিস অভিযুক্ত যুবক রাকিবুল মোল্লাকে গাবতলা খালপাড় থেকে গ্রেফতার করে। ধৃত রাকিবুলের বাড়ি উত্তর কচুয়া এলাকায় বলে জানা গিয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours