বগটুই কান্ডের পরই সরিয়ে দেওয়া হয়েছিল রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদকে। এবার তাঁর দায়িত্বে এলেন ঝাড়গ্রামের ডিএসপি ধীমান মিত্রকে। অবিলম্বে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানানো হয়েছে। এই ঘটনায় আগেই এক জন ইনটেলিজেন্স অফিসার ও ডিআইওকে সাসপেন্ড করেছে রাজ্য প্রশাসন।প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ তুলছেন গ্রামবাসী ও স্বজনহারারা। তাঁদের বিস্ফোরক অভিযোগ, বগটুইয়ের স্থানীয় নেতৃত্ব পুলিশকে তাদের কাজ করতে বাধা দিয়েছিল। এলাকায় ভাদু শেখের যা প্রভাব ছিল, তাতে কি কেবল এসডিপিও-কেই কাঠগড়ায় দাঁড় করালে পুলিশের মুখরক্ষা হচ্ছে? প্রশ্ন উঠছে, জেলা পুলিশ সুপার কী করছিলেন? সূত্রের খবর, নবান্ন পুলিশ সুপারের ভূমিকায় সন্তুষ্ট নয়। সূত্রের খবর, নবান্নকে পুরো ঘটনার ‘ব্রিফিং’ পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়নি। আজই বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কথা বলবেন জেলা পুলিশ প্রশাসনের সঙ্গেও। পুলিশের বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ করা হয় কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours