দেবাশীষ পাল,মালদা,আপনজন: জামাইকে বিষ খাইয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর-শাশুড়ি বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বামন গোলা থানার পাকুয়া ত্রিনাথ পল্লী এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।পরিবার সূত্রে জানা গেছে অসুস্থ জামাইয়ের নাম মনা পোদ্দার। বাড়ি হবিবপুর থানার রতিরাম পাড়া এলাকায়। কয়েক বছর আগে বামন গোলা থানার পাকুয়া ত্রিনাথ পল্লী এলাকার বাসিন্দা বাচ্চু রায়ের মেয়ে লতিকা রায়ের সাথে বিয়ে হয়েছিল মনা পোদ্দারের। মনা পোদ্দারের বাড়ির লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল। এদিন সকালে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যায় তাদের পরিবারের ছেলে। অভিযোগ এরপর বিষ খাইয়ে তাদের বাড়ির ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তার শ্বশুর এবং শাশুড়ি। এরপর আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ওই যুবকের পরিবার। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা। তাঁরা জানান বাড়িতেই নিজে নিজে বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে তাদের জামাই।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours