‘অমিত শাহকে কন্ট্রোল করুন’, সরাসরি প্রধানমন্ত্রীকে বললেন মমতা
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর?
ইউনূসের সঙ্গে গোপনে বৈঠক করছেন করুন, তবে আপনাদের প্ল্যানিংটা ঠিক কী?’, মমতার নিশানায় কেন্দ্র
উল্লেখ্য, মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় মঙ্গলবাই সিট গঠন হয়েছিল। সিআইডি (CID), এসটিএফ (STF) -এর অফিসারদের নিয়ে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল।
এটা একেবারেই কাম্য নয়’, ওয়াকফ ঘিরে বাংলার অশান্তিতে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির
এ বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ১৬ মার্চ। এবার পরীক্ষা শেষ হতে না হতেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে পর্ষদ । এ দিন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৯০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে
প্রসঙ্গত, পরীক্ষা শুরুর আগে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদ।ওই বৈঠকে প্রশ্নপত্র যাতে বের না হয় সেজন্য পরীক্ষা কেন্দ্র সংলগ্ন নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।যদিও পরে হাইকোর্ট ইন্টারনেট বন্ধ করা যাবে না বলে রায় দেন। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখের কিছু বেশি। তবে, সূত্রের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্যের একাধিক স্কুলে পরীক্ষার জন্য আবেদন করা প্রার্থীর সংখ্যার মধ্যে অনেক সংখ্যক পরীক্ষায় অংশ নেয়নি।এই প্রসঙ্গে পর্ষদের সভাপতি জানিয়েছেন ফলাফল যেদিন প্রকাশিত হবে, সেদিনই জানা যাবে এই বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত । পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্রের মূল্যায়নের নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষকদের। সেক্ষেত্রে উত্তরপত্র কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours