দিন দুপুরে টোটোতে বসে থাকা অবস্থায় এক মহিলার কাছ থেকে তাঁর ব্যাগ ছিনতাই করে তিন লক্ষ ছয় হাজার টাকা লুট দহ তার মোবাইল নিয়ে গেল দুষ্কৃতীরা।ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানার অন্তর্গত সাউথ ডেভেলপমেন্ট রেল এলাকায়।ঘটনায় জানা যায় মঙ্গলবার খড়্গপুরের সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে টাকা তুলেন সরোজিনী আক্কা এবং তার মেয়ে অঞ্জলি আক্কা।এরপর মা ও মেয়ে বাড়ি ফেরার জন্য টোটো ধরেন।টোটোতে বসে থাকা সময় কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন দুষ্কৃতী তাদের হাত থেকে জোর পূর্বক ওই টাকার ব্যাগ ছিনিয়ে নেয়, সেইসঙ্গে তাদের মোবাইলও নিয়ে যায় তারা।আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়্গপুর টাউন থানার পুলিশ।তাঁরা ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।অপরদিকে বার বার ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর শহরের নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours