রাজ্যে আরও ৮টি নতুন থানা তৈরি হচ্ছে। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। এর মধ্যে অধিকাংশই ব্যারাকপুর শিল্পাঞ্চলে।নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই নতুন আটটি থানা হল, দক্ষিণেশ্বর, নাগেরবাজার, কামারহাটি, মোহনপুর, বাসুদেবপুর, শিবদাসপুর, হালিশহর ও জেটিয়া।
বীজপুর থানা ভেঙে হবে জেটিয়া থানা। বীজপুর ও নৈহাটি থানার একাংশ নিয়ে হবে হালিশহর থানা। নৈহাটি থানার একাংশ নিয়ে হবে শিবদাসপুর থানা।
দমদম থানা ভেঙে হবে নাগের বাজার থানা। টিটাগড় থানা ভেঙে হবে মোহনপুর থানা।
জগদ্দল থানার একাংশ নিয়ে হবে বাসুদেবপুর থানা। বেলঘরিয়া থানা ভেঙে হবে দক্ষিণেশ্বর ও কামারহাটি থানা। খুব দ্রুত থানাগুলি কাজ করা শুরু করবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে।
এছাড়া ক্রমবর্ধমান সাইবার অপরাধে রাশ টানতে রাজ্য সরকার আরও নতুন পাঁচটি সাইবার থানা তৈরি করছে। রানাঘাট, কল্যাণী ইসলামপুর, বনগাঁ এবং চন্দননগরে এই থানাগুলো চালু করা হবে বলে নবান্ন থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে। প্রতিটি থানাকে ইতিমধ্যে নির্দিষ্ট আদালতের অন্তর্ভুক্ত করা হয়েছে
Post A Comment:
0 comments so far,add yours