গোপন সূত্রে খবর পেয়ে মালদহের হরিশ্চন্দ্রপুরের একটি আমবাগান থেকে ৬৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম হাবিবুর ওরফে হবি(৩৮)। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুরের বাইসা আমবাগানে হবিবুর নামে ওই মাদক সরবরাহ কারী এলাকায় মাদক সরবরাহ করার জন্য এসেছিল।খবর পেয়ে ওই বাগানে হানা দেয় হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। হাতেনাতে ওই যুবককে পাকড়াও করে।

তার কাছ থেকে উদ্ধার হয় ৬৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় দু লক্ষ টাকা। জানা যায় ওই যুবক এলাকায় ব্রাউন সুগার সরবরাহ করার জন্য এসেছিল। ওই ব্রাউন সুগার পাচারকারীকে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে।এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান আমরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করেছে ওর কাছ থেকে ৬৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। আজ ওই যুবককে চাঁচল আদালতে তোলা হবে।হরিশ্চন্দ্রপুর একের পর এক ব্রাউন সুগার সরবরাহকারী ধরা পড়ছে। যুব সমাজের একাংশ নেশা-গ্রস্ত। চিন্তায় বুদ্ধিজীবি মহল। অদূর ভবিষ্যতে প্রশাসনি কভাবে কড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা না হলে ছাত্র যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাবে। এমনটাই মনে করছে এলাকার বুদ্ধিজীবি মহল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours